অগ্নিসংযোগের প্রস্তুতিকালে বিএনপির ২ কর্মী আটক

আড়াইহাজারে অবরোধ সমর্থনে অগ্নিসংযোগের প্রস্তুতিকালে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মদনপুর-আড়াইহাজার সড়কের লস্করদী-মারুয়াদী এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুইটি টায়ার ও চার বোতল পেট্রোল জব্দ করা হয়।

আটকরা হলেন- আড়াইহাজারের লস্করদী মধ্যপাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে মো. অপু মিয়া ওরফে আকাশ (১৯) এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. ফয়সাল আহম্মেদ মেহেদী (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধ চলাকালে সকালে লস্করদী-মাওরাদী এলাকায় অবরোধের পক্ষে বিএনপি কেন্দ্রীয় সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের ৪-৫ জন কর্মী অগ্নিসংযোগ করার প্রস্তুতি নেন। প্রস্তুতিকালে আড়াইহাজার থানা পুলিশের টহল দলে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকের নেতৃত্বে তাদের আটক করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এ ঘটনায় বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।