ফতুল্লা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মুসকান মটরস নামে ব্যাটারি চালিত অটোরিকশার শো-রুমে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ – ১৫ জন আহত হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কাশিপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে অটোরিকশা শো-রুমে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শ্রমিক সহ অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া শোরুমটির ২ পাশের দেয়াল পুরোটা ধসে গেছে৷ উপরের সিলিং ফ্যানগুলো দুমড়ে-মুচড়ে গেছে। পুরো শো-রুম ভেঙে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
আহত কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- শোরুমের পাশের ক্ষতিগ্রস্ত ভবনের মালিক সিরাজুুল হক (৭০), তার স্ত্রী রোকসানা বেগম (৫০), তাদের তিন ছেলে সুমন হক (৪০), মাসুদ (৩৩) ও রাসেল (৩৫), মাসুদের অন্তঃসত্ত্বা স্ত্রী সুমাইয়া আক্তার, রাসেলের স্ত্রী দোলা আক্তার, সুমনের স্ত্রী বিথি আক্তার, ছেলে আবু সুফিয়ান (১২), মেয়ে আরফা মনি, মাসুদের ছেলে আবু বকর সিদ্দিক (৩), রাসেলের ছেলে আরফান (৪) ও নির্মাণ শ্রমিক পল্টু (৪০)৷ তাৎক্ষণিক ভাবে বাকি আহতদের নাম পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ সময়ের আলো কে বলেন, এই ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের খবর পায়নি।
তিনি আরও বলেন, ‘একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের নিচতলায় ব্যাটারিচালিত অটোরিকশা অ্যাসেম্বল এবং বিক্রি করা হয়৷ প্রতিষ্ঠানটির ভেতরে অসংখ্য ব্যাটারি রয়েছে৷ এসব ব্যাটারি থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে নিশ্চিত কারণ বলা সম্ভব হবে।