আইভীকে বার্তা দিয়েছিলেন শামীম ওসমান, ‘এক সাথে মাঠে নামার আহবান’

নিজস্ব প্রতিনিধি :

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মধ্যকার দ্বন্দ্ব অনেকটাই ওপেন সিক্রেট। তবে, জাতীয় নির্বাচনকে সমানে রেখে সেই কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে মেয়র আইভীকে গত ৯ আগস্ট মুঠো ফোনে একটি বার্তা পাঠিয়েছিলেন বলে দাবি করেছেন সংসদ সদস্য শামীম ওসমান। 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত সকলের সামনে সেই বার্তাটি পড়ে শোনান সংসদ সদস্য শামীম ওসমান।

বার্তার লেখা অনুযায়ী শামীম ওসমান বলেন, ছোট বোন আইভী তোমাকে ঠিক এভাবে টেক্স করবো ভাবিনি। সেদিন জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন আমাদের ওয়াদা করিয়েছেন। আমি তোমাকে এসএমএস করছি। যদিও তোমার একটা ব্যাপারে আমার প্রচন্ড কষ্ট আছে। সেটা হলো, আমার দাদা-দাদী, বাবা-মা ভাইয়ার কবরগুলো শ্মশানের মাটি দিয়ে ঢেকে দেয়ার বিষয়ে, আমি প্রকাশ্যে মিডিয়ায় বলেছি। তুমি হয়ত জানো না, সেখানে আমি তোমাকে দায়ী করিনি। আমি আশা করেছিলাম এ ব্যাপারে তুমি তদন্ত কমিটি করে দোষীদের বিচার করবে। যাই হোক, আল্লাহ বিচার করবে। আমি তোমাকে কয়েকটি বিষয়ে কিছু কথা বলব। প্রথম সিটি করপোরেশন নির্বাচনে আমি আপার নির্দেশমত সবকিছু করেছি। নির্বাচনের দিন আমার চোখের সামনেই যা ঘটার ঘটেছিল। এবং আমার পরামর্শে সবকিছু হয়েছে। তখন তত্বাবধায়ক সরকার ইস্যু ছিল। আমাকে বলা হয়েছিল তৈমূর বসে গেলে আমাকেও সরে যেতে হবে, আমি আমার কথা রেখেছি। নির্বাচনের পরে একারণেই বলেছিলাম হেরেছি আমি, জিতেছেন শেখ হাসিনা। প্রমাণ করেছে নির্বাচন কমিশন।। দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন নিয়ে আর বললাম না। তরপর বললাম আইভি তুমিও জননেত্রী শেখ হাসিনাকে ভালবাসো। সামনে আমাদের কঠিন লড়াই। এটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের অস্তিত্বের লড়াই। নির্বাচন পর্যন্ত বাঁচবো কি না জানি না। করবো কি না তাও জানি না। এখন একমাত্র চিন্তা দেশটাকে বাঁচানোর। আসো আমরা এক সাথে মাঠে নামি। জামাত বিএনপি ও তথাকথিত সুশিল, যারা দেশটাকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। তাহলে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পুরোনো ঐতিহ্য আবারো ফিরে আসবে। সবচেয়ে বড় কথা আপা অনেক খুশি হবেন। আমরা যদি একসাথে মাঠে নামি, তাহলে আমাদের দেখাদেখি সারা দেশে আওয়ামী লীগের অভ্যন্তরিন সংকট নিরসন হবে।

ওই প্রসঙ্গ টেনে শামীম ওসমান বলেন, আজকে আমাদের মধ্যে দ্বন্দ থাকতেই পারে। তবে কাকে দিবেন সেটা নেত্রী ঠিক করবেন। আমাদের পনেরো বছর ক্ষমতায় রেখেছেন একটি মহিলা। আমরা কী শুধু তার কাছে চেয়েই যাবো। আমাদের প্রমাণ করতে হবে আমরা একটা পরিবার। আল্লাহর কসম মাথায় কাফন বেঁধে নামবো। ওরা জনসভা করুক আপত্তি নেই। তবে ষড়যন্ত্র করতে দেব না। নারায়ণগঞ্জ তো কন্ট্রোল করবোই, যদি বেঁচে থাকি নারায়ণগঞ্জ একাই যথেষ্ট ওদের মোকাবিলা করার জন্য।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। আরও উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা সহ প্রমুখ।