‘আওয়ামী লীগ করি বলে গোডাউনে আগুন লাগানো হয়েছে’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন মোল্লার গোদনাইল ধনকুন্ডা মদিনাবাগ এলাকায় অবস্থিত একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ২টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের আরো ১টি ইউনিট এসে মোট ৩টি ইউনিটের ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি এখনো নেভাতে সক্ষম হয়নি। এ ঘটনায় কোন প্রাণহানির বা হতাহতের খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারি উপ-পরিচালক ফখরউদ্দিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত আদমজী ফায়ার স্টেশনের ২টি ইউনিট ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোন হতাহত হয়নি। কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা অগ্নিনির্বাপণের পর জানা যাবে। আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলব আগুন লাগার কারণ জানার চেষ্টা করব এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে পারব।

এদিকে নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, ঝুটের এই গোডাউনটি আমার চেরী ট্রেডার্সের। আমার হয়ে আমার ছোট ভাই রবিন গোডাউনটি পরিচালনা করতেন। মাত্র তিন মাস আগে এই গোডাউনটি চালু করে ক্রয়কৃত প্রায় দেড় কোটি টাকার ঝুট মজুদ করেছি। আমার গোডাউনে বিদ্যুতের সংযোগ নেই তাহলে আগুন লাগলো কিভাবে?

তিনি অভিযোগ করেন, ‘আমার ধারণা আমি আওয়ামী লীগের রাজনীতি করি বলে দুর্বৃত্তরা নাশকতার জন্য আগুন লাগিয়েছে।’