আড়াইহাজারে পরিত্যাক্ত দোকানে মিললো বৃদ্ধের লাশ

লাশ উদ্ধার

আড়াইহাজারে বাজারের একটি পরিত্যাক্ত দোকান থেকে ওবায়দুল হক (৬০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে গোপালদী পৌরসভার সামনে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম ওবায়দুল হক (৬০)। সে সদাসদী পশ্চিমপাড়া গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে।

গোপালদী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) সোহাগ সাহা জানান, নিহত ওবায়দুল গোপালদী পৌরসভার সামনের ছোট একটি বাজারে পাহারা দিতেন। মঙ্গলবার রাতে তিনি পাহারা দিতে যান। বাজারের দোকানদাররা সবাই চলে গেলে হঠাৎ বুধবার সকালে বাজারের পরিত্যক্ত একটি দোকানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এসআই সোহাগ সাহা আরও জানান, নিহত ওই ব্যক্তির গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। কীভাবে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।