আড়াইহাজারে পানিতে ডুবে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

আড়াইহাজার প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে শ্রাবন্তী (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্রাবন্তী ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।  

জানা গেছে, দুপুরে বাড়ির পাশে বান্ধবীসহ খেলা করছিল শ্রাবন্তী। হঠাৎ পাশে থাকা পানিভর্তী একটি গর্তে পড়ে ডুবে যায় সে। পরে তার বান্ধবি বাড়িতে গিয়ে স্বজনদের বিষয়টি জানায়। তাৎক্ষণিকভাবে তারা ঘটনাস্থলে গিয়ে পানি থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাহাঙ্গীর শ্রাবন্তীকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।