আড়াইহাজারে বিএনপির ২ নেতা গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মাতাইন এলাকার মৃত লোকমান খন্দকার এর ছেলে ফরহাদ (৩৪) এবং তিনি সাতগ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সেচ্ছাসেবক দলের আহŸায়ক। ও একই এলাকার মৃত ইছব আলির ছেলে আঃ আলিম (৫২)। তিনি সাতগ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, নাশকতার অভিযোগে তদের দুইজনকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাদের কোর্টে প্রেরণ করা হয়।