আড়াইহাজারে মাদক দ্রব্য সহ দুই কারবারি গ্রেফতার

আড়াইহাজারে মাদক দ্রব্য সহ দুই কারবারি গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক দ্রব্য সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।

এর আগে, শনিবার (১ জুলাই) রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন-বালিয়াপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৪) ও একই গ্রামের আবু তালেকের ছেলে মাহিন (২২)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গ্রেফতাররা আড়াইহাজারের মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা, হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এর সূত্র ধরে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের একাধিক টিম বালিয়াপাড়া গ্রাম ঘেরাও করে ২০০ ইয়াবা, ১৯ পুরিয়া হেরোইন ও দুই বোতল ফেনসিডিল ও ২টি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে। পরে সোমবার (৩ জুলাই) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা করা হয়।