আড়াইহাজার প্রতিনিধি :
আড়াইহাজারে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আবুল হোসেন (৫০) নামে এক অটোচালক নিহত হয়েছেন।
রোববার (২ জুলাই) বিকেলে আড়াইহাজারে যাত্রী নামিয়ে ফেরার পথে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ছোট বিনাইরচর এলাকায় পৌঁছালে বিপরীত থেকে বেপরোয়া গতিতে আসা অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবুল হোসেন ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।