আড়াইহাজার প্রতিনিধি :
আড়াইহাজারে তালাকের পর স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে দিলেন স্বামী ইউসুফ আলী (৪০)। এই ঘটনায় স্ত্রী মাহমুদা আক্তার (৩০) বাদী হয়ে মঙ্গলবার আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তার সাবেক স্বামীকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা গ্রামে এই ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, বিগত ১১ বছর আগে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা চৌধুরী পাড়া এালাকার লতিফ খন্দকার এর ছেলে মোহাম্মদ ইউসুফ আলী এর সাথে বিয়ে হয় নরসিংদী জেলার শিবপুর থানার ঘাশিরদিয়া মিয়া বাড়ি এলাকার মোহাম্মদ ফিরোজ মিয়ার মেয়ে মাহমুদা আক্তারের। বিয়ের পর তাদরে একটি ছেলে সন্তান ফাহিম (৯) হয়। বিয়ের কিছু দিন যেতেই ইউসুফ তার স্ত্রীকে মারধর ও শারীরিক নির্যাতন করতো।
এক সময় বিদেশ চলে গিয়ে ছেলে সন্তান ও স্ত্রীর ভরন পোষন দিতেন না তিনি। এ ব্যাপারে এলাকার গন্যমাণ্য ব্যাক্তিদের জানানো হলে সালিশ বৈঠকের মাধ্যামে ইউসুফকে তালাক দেয় স্ত্রী মাহমুদা আক্তার। তালাকের পর থেকেই বিভিন্নভাবে প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করেন। পরে ইউসুফ- মাহমুদা স্বামী- স্ত্রী থাকার সময় স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মূহুর্তের তুলে রাখতো। তালাকের পর ইউসুফ সেই আগের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যাম ফেসবুক, ইউটিউব ও টিকটকে ছেড়ে দেয় এবং মাহমুদার পরে স্বামীর বাড়ীতে পাঠিয়ে দেয়। এই ঘটনা মাহমুদা মঙ্গলবার মামলা দায়ের করলে সাবেক স্বামী ইউসুফকে গ্রেফতার করে পুলিশ।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ আরো জানান, আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।