প্রেস বিজ্ঞপ্তি:
শুক্রবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ গার্মেন্ট শ্রমিক সংহতির আয়োজনে শ্রমিকের মূল মজুরি ২৫ হাজার টাকা ও ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ করার দাবিতে নাঃগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক কাউসার হামিদ।
সমাবেশে বক্তব্য রাখেন জেলার সম্পাদক আব্দুল আল মামুন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু, অর্থ সম্পাদক মেহেদি হাসান উজ্জল, পঞ্চবটি আঞ্চলিক শাখার আহ্বায়ক অভি হাওলাদার, সিদ্ধিরগঞ্জ ইপিজেট অঞ্চলের আহ্বায়ক মোঃ জিয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনা করেন জেলার যুগ্ম সম্পাদক জাহিদ সুজন।
কাউসার হামিদ বলেন, অসহনীয় লোডশেডিং ও অনিয়ন্ত্রিত বাজার দরের কারনে শ্রমিকের জীবন আজ নরকে পরিণত হয়েছে। দফায় দফায় শ্রমিক সংগঠনগুলো ২৫ হাজার টাকা মজুরির কথা বললেও সরকার তাতে কর্ণপাত করছে না। উল্টো আন্দোলনের করলে চাকরি যাওয়ার হুমকি দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এগুলো শ্রমিকদের জীবনকে আরো অনিশ্চয়তার ভেতর ফেলে দিয়েছে। শ্রম আইনে ৫ বছর অন্তর অন্তর বেতন বাড়ানোর কথা থাকলেও এসব এখন কার্যকর হয় না। বেতন বাড়লেও তা বর্তমানের জীবন মানের ব্যয়ের সাথে সামঞ্জস্যতা থাকে না। সরকারদলীয় দালাল শ্রমিক নেতাদের দিয়ে মজুরি বোর্ড গঠন করে তারা অবাস্তব বেতনের প্রস্তাবনা তৈরি করছে। যা শ্রমিকের সাথে তামাশা করার শামিল। আমরা সেটা কখনোই মেনে নিবো না। শ্রমিকের ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করার সংগ্রাম আমরা করছি। ভবিষ্যতে তা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাবো। এই লড়াইয়ে আমরা সকল শ্রমিক বন্ধুদের যুক্ত হবার আহ্বান জানাই।