কাঁচপুর সেতুতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেলো অজ্ঞাত ব্যক্তির

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে মহাসড়কের কাঁচপুর সেতুর উপর এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তিনি বলেন, কাঁচপুর সেতুর উপর দুই অজ্ঞাত ব্যক্তি এক মোটরসাইকেলযোগে এসে ওই ব্যক্তির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাকে মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হলে ওইখানে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহটি ওই হাসপাতাল রয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তবে কেনো তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখন বলা সম্ভব হচ্ছে না। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।