কাপুরুষের মত বোমা হামলা কইরেন না, ডিরেক্ট গুলি করেন : শামীম ওসমান 

কাপুরুষের মত বোমা হামলা না করে সরাসরি গুলি করে হত্যার অনুরোধ করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। মঙ্গলবার (২৮  নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় সিনেমন রেঁস্তোরায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

শামীম ওসমান বলেন, ১৬ জুনে এতো বড় বোমা হামলায় বেঁচে গেছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে বাঁচবো আর তাদের হাতে মৃত্যু লিখে রাখলে মরে যাবো। তবে একটা অনুরোধ করবে, যারা আমাকে মারতে চান মারেন। কিন্তু কাপুরুষের মত বোমা হামলা কইরেন না। আমাকে একলা সিঙ্গেল টার্গেট কইরেন। আমার জন্য ২০ জন মানুষ মরে গেছে, ওই ২০ টা পরিবারকে গোপনে দেখে আসেন। বাচ্চা-বাচ্চা মেয়েগুলো বিধবা হওয়াতে, ওই হাক থেকে বাঁচতে পারবেন না। যারা বোমা হামলা করেছেন তাদের উদ্দেশ্যে বলবো ওই (বোমা) হামলা কইরেন না, (ডিরেক্ট) সরাসরি গুলি করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা সহ প্রমুখ।