কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

সোনারগাঁ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ জুলাই) বিকেলে মহাসড়কের বন্দর কেওড়ালা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ওই এলাকার মৃত মোদাচ্ছের মিয়ার ছেলে আমানউল্লাহ আমান (৩৫) ও বন্দর উপজেলার জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে শিশির মিয়া (২৮)। তারা সম্পর্কে মামাতো ভাই। তারা দুজনে মোটরসাইকেল যোগে চট্টগ্রামমুখী লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থালে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিআই) মোহাম্মদ ইব্রাহিম বলেন, দুজন মোটরসাইকেল আরোহি ঘটনাস্থলে মারা গেছেন। একটি কাভার্ডভ্যান চাপা দিলে তারা মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।