কেন্দ্রীয় রাজনীতিতে অয়ন ওসমান

অবশেষে রাজনীতিক অঙ্গনে পা রাখলেন নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান। বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য হয়েছেন তিনি। রবিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় অয়ন ওসমান সবার কাছে দোয়া প্রার্থনা করে বলেন, যুব ও ক্রীয়া কমিটির সদস্য হিসেবে আমার লক্ষ থাকবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ যেন গড়তে পারি। কমিটির সদস্য হওয়ায় আবারও সকলকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অথচ এর আগে, ফতুল্লা থানা আওয়ামী লীগের কমিটিতে অয়ন ওসমানকে সদস্য করা হয়েছিল। তবে সে সময় তাকে কমিটিতে না রাখার জন্য চিঠি দিয়েছিলেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। ২০২১ সালের ১০ জানুয়ারি সাইফউল্লাহ বাদলকে সভাপতি ও শওকত আলীকে সাধারণ সম্পাদক করে ফতুল্লা থানা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান লিপি ও পুত্র ইমতিনান ওসমান অয়ন (অয়ন ওসমানের) নাম ছিল। তবে কমিটি ঘোষণার তিন দিন পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান এই তিন পদে ওসমান পরিবারের তিন সদস্যের পরিবর্তে তৃণমূলের ত্যাগী নেতাদের সুযোগ করে দেওয়ার প্রস্তাব দিয়ে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিয়েছিলেন। ফলে ওই সময়ে রাজনীতিতে পদার্পণ করা হয়ে ওঠেনি। তবে এবার কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নিয়েছেন এই এমপি পুত্র। ফলে বাবা শামীম ওসমানের মত করে আওয়ামী লীগের রাজনীতিক পথ ধরে হাঁটতে শুরু করেছেন অয়ন ওসমান।