ক্লিন রূপগঞ্জ গড়ার প্রত্যয়ে প্রশংসায় ভাসছেন সেলিম প্রধান

নারায়ণগঞ্জের রূপগঞ্জকে ক্লিন নগরী হিসেবে গড়ে তুলতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আলোচিত সেলিম প্রধান। একের পর এক অ্যাকশনে নেমে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের নিয়ে তীব্র সমালোচনা করে আল্টিমেটাম দিয়েছেন তিনি। এছাড়া সড়ক ও আশেপাশের নোংরা আবর্জনা দূর করতে দোকানি ও এলাকাবাসীকে প্রতিজ্ঞা করিয়েছেন। সর্বোপরি পুরো রূপগঞ্জেকে জাপানের মত পরিষ্কার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এতে সচেতন মহল ও এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন সেলিম প্রধান। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে অ্যাকশনে নামেন সেলিম প্রধান। এতে প্রশ্ন উঠে- নির্বাচনে অংশগ্রহণ করতে কিংবা রাজনীতিতে পদ-পদবী হাসিল করতে তিনি এরুপ জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করছেন কিনা। তবে এসব প্রশ্নের জবাবে সেলিম প্রধান দীপ্ত কণ্ঠে জানিয়ে দিয়েছেন, ‘তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ কিংবা রাজনীতিতে পদার্পণ করছেন না।’

এরপর একের পর এক অ্যাকশনে নেমে সেলিম প্রধান রূপগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি দূর করার হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর পাশাপাশি সমাজের নোংরা-আবর্জনা পরিষ্কার করতে সবাইকে আহবান জানান। এমনকি রূপগঞ্জের বিভিন্ন এলাকার দোকানি-ব্যবসায়ীদের সড়কের আশেপাশে ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রতিজ্ঞা করিয়েছেন। 

জানা গেছে, গত শুক্রবার (২ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করে মাদক দূর করা সহ এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধান গ্রুপের কর্ণধার সেলিম প্রধান। এ সময় এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ী ও এলাকাবাসীকে প্রতিজ্ঞা করান তিনি। 

পরিদর্শন শেষে হুঁশিয়ারি উচ্চারণ করে সেলিম প্রধান বলেন, মাদক, নোংরা- আবর্জনা ও সন্ত্রাসী-চাঁদাবাজি চলবে না। আজকে আমার কর্মসূচির এক নম্বর কাজ হলো-মাদক ও পরিষ্কার পরিচ্ছন্নতা। এই কাজ অব্যাহত থাকবে। তোমরা যারা মাদকের ব্যবসা করো, তারা হয় ভালো হও নয়তো পালিয়ে যাও। ভালো হতে হলে প্রয়োজনে আমার কাছে আসো, কোন প্রয়োজন হলে আমি সহায়তা করবো। কিন্তু খারাপ কাজ করা যাবেনা। রূপগঞ্জে কোন খারাপ কাজ চলবে না। 

রূপগঞ্জকে জাপানের মত পরিষ্কার-পরিচ্ছন্নতা করবেন উল্লেখ করে তিনি বলেন, আমি ছোট বেলা থেকে জাপানে বড় হয়েছি। সেই দেশে একটা ময়লাও খুঁজে পাওয়া যায়না। আমি ঠিক জাপানের মত আমার রূপগঞ্জকে পরিষ্কার করবো। আমার রূপগঞ্জে যারা আছে সবাই এক পরিবার। ওয়ান ফ্যামিলি রূপগঞ্জ নিয়ে আমরা কাজ করবো। রূপগঞ্জেকে পরিষ্কার করে ছাড়বো। কোন সন্ত্রাসী আমাদের রূপগঞ্জে থাকতে পারবে না। 

এর আগে, গত শনিবার (২০ জানুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় পরিদর্শন করে ফুটপাতে ও সড়কে ময়লা না ফেলতে  দোকানিদের ওয়াদা করান সেলিম প্রধান। আর যারা ফুটপাতে ও সড়কে ময়লা ফেলে নোংরা করেছেন তাদেরকে পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অনুরোধ করেন তিনি।

পরিদর্শনকালে ভুলতা ফ্লাইওয়ারের নীচে ফুটপাতে ময়লা ফেলে পরিবেশ নষ্ট করে ব্যবসা করতে দেখা যায় মাছ বিক্রেতা আব্দুর রহিমকে। এই দৃশ্য দেখে আব্দুর রহিম কেন সড়ক নোংরা করেছেন জানতে চান সেলিম প্রধান। পরক্ষণে ওই দোকানি আর সড়ক নোংরা করবে না বলে ওয়াদা করেন। এভাবে আরও বেশ কয়েকজন দোকানিকে সড়ক নোংরা করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন ও ওয়াদা করান সেলিম প্রধান। 

রূপগঞ্জ থেকে মাদক ও চাঁদাবাজ দূর করবেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সেলিম প্রধান। তিনি বলেন, ঘরে ঘরে মাদক ঢুকে গেছে। সর্ব প্রথম ভুলতা ইউনিয়নের মাদক বন্ধ করবো। যারা মাদকের ব্যবসা করো পালিয়ে যাও। যুবকদের ঠিক করার জন্য প্রথমত মাদক বন্ধ করতে হবে। যুবক ঠিক হলে, ভালো পরিবেশ পেলে ঠিকমতো পড়াশোনা করতে পারলে চাকরি এমনিতে পাবে। এরপর কেউ চাকরি না পেলে আমি আছি। আর চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ করতে হবে। রুপগঞ্জ একটি পরিবার। এখানে কেউ খারাপ থাকতে পারবে না। খারাপ লোকের বিরুদ্ধে যেহেতু নেমেছি, আরও নামবো। ওদের ধ্বংস করে ছাড়বো। তাই এখনো বলছি, ভালো হয়ে যাও। 

সংশ্লিষ্টরা বলছেন, সেলিম প্রধান জনকল্যাণমূলক এসব উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করা সম্ভব হলে, সুন্দর সমাজ উপহার দেওয়া সম্ভব হবে। আর সমাজ থেকে নোংরা-আবর্জনা পরিষ্কার করা সম্ভব হলে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে গোটা রূপগঞ্জ উপজেলা।