খালেদা জিয়ার কারামুক্তি দিবস ও সুস্থ্যতা কামনায় দোয়া

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৬ তম কারামুক্তি দিবস ও তাঁর সুস্থ্যতা কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে মহানগর বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর দেওভোগ পার্ক সংলগ্ন এলাকায় এ সভার আয়োজন করা হয়।

মহানগর বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির আহ্বায়ক হাজী ফারুক হোসেনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য এবং সদর থানা বিএনপির সদস্য সচিব আওলাদ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন, আমিনুর ইসলাম মিঠু, মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু,  সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪ নম্বর ওয়ার্ডের আহবায়ক দিদার খন্দকার।

আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, অনেক ত্যাগের পর ছাত্র-জনতার নিরলস চেষ্টার পর ৫ আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের প্রেতাত্মারা নানা অপকর্ম করে বিএনপির উপর দোষ চাপিয়ে দিচ্ছে। আপনাদের সবার প্রতি আহ্বান রইলো, আওয়ামী লীগ লুটপাট করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। এখন দেশকে পুনর্গঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোন অপশক্তিকে তাদের অপচেষ্টা সফল করতে দেওয়া হবে না।

তারা আরও বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে অনেকেই এই প্রেতাত্মাদের সহযোগিতা করছে। মামলা দিবে না বলে টাকা নিচ্ছে শহরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজী, দখলবাজী করে অবৈধ ভাবে অর্থ নিজেদের পকেটে ভরছে। আবার সেই অপকর্মের দোষ বিএনপির নেতাদের উপর চাপিয়ে দিচ্ছে। এরা সবাই প্রকৃত বিএনপির নেতাদের কাছে পরিচিত। সব কিছুর হিসাব করা হচ্ছে, কেন্দ্রীয় নেতারা ঘুমিয়ে নেই অচিরেই আপনাদের অপরাধের শাস্তি পাবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির নেতা তোফাজ্জল হোসেন মির্জা, হাজী তাহের আলী, মো. হোসেন কাজল, মো. সাফী, হাজী শফিউদ্দিন সোহেল,  হাজি মোহাম্মদ শাহীন নাম দেয়ান, নুর ইসলাম, মনির মল্লিক, সদর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক এড. শহীদ সারোয়ার।

বক্তব্য শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *