স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল কাদির বলেন, তারা (খুনিরা) ভেবেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করতে পারলে এ দেশ পাকিস্তানি ভাবধারায় ফিরে যাবে, তাকে হত্যা করলে সব শেষ হয়ে যাবে। তাদের ধারণা ভুল ছিল। তারা বুঝতে পারেনি বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যেটা চেয়েছিল বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। যারা এটা চেয়েছিল, সেই মোস্তাক সহ খুনি চক্রের নাম আজ মির্জাফরের খাতায় লিপিবদ্ধ হয়েছে। তারাই চিরতরে নিঃশ্বেষ হয়ে গেছে।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক বিশেষ সাক্ষাতকারে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল কাদির এ কথা বলেন।
সারা বিশ্বে ১৫ আগস্ট পালিত হয় উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের যেখানে বাঙালি রয়েছে সেখানে এই ১৫ আগস্ট পালিত হচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ যারা কোন রাজনীতিক দল করেনা তারাও এই দিবসটি পালন করে থাকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ভোট দিয়ে জয়ী করবেন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘তারা এই দেশকে তলাবিহীন ঝুড়ি করতে ষড়যন্ত্র করেছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। সল্পোউন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। তাই আশা করছি, জনগণ আগামীতে আওয়ামী লীগকে ভোট দিবে, ইনশাআল্লাহ। আর জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। এতে করে এই দেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে, উন্নত দেশে রুপান্তরিত হবে।
তিনি আরও বলেন, যারা এ দেশের উন্নয়ন চোখে দেখেনা, যারা চায়না এ দেশ ভালো থাকুক, দেশের মানুষ স্বাবলম্বী হোক- তারা বিদেশীদের সাথে তাল মিলিয়ে বলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। নিত্য পণ্যের দাম যেমন বেড়েছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাও তেমনি বৃদ্ধি পেয়েছে। এছাড়া বৈশ্বিক কিছু কারণে এ দেশের কিছু পণ্যের দাম বেড়েছে। অথচ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সে কথা তারা বলেনা। দেশের উন্নয়ন তাদের চোখে পড়েনা। আমরা শ্রমজীবী মানুষ শেখ হাসিনাকে ভোট দিয়ে চেষ্টা করবো আগামীতে ক্ষমতায় বসানোর জন্য। তিনি আবারও ক্ষমতায় আসলে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এ দেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সদস্য আলী হোসেন, শ্রমিক লীগ নেতা লিটন গাজী সহ প্রমুখ।