নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি ডোবা থেকে সামির (৯) ও তিশা (৮) নামে দুই ভাই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের একদিন পর শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে আমিন এলাকায় শীতলক্ষ্যা নদীর পাশে একটি ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত সামির ও তিশা ওই এলাকার অটোরিক্সা চালক কামাল হোসেনের সন্তান ও হোসেন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয়রা জানান, সকালে মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ সদর নৌ-থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, গতকাল বিকেলে খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে, নদীর তীরে ওয়াকওয়ে নির্মানের জন্য কাটা মাটির ডোবার পাশে খেলা করতে নেমে জমে থাকা পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। তারা উভয়ে সাঁতার জানেনা।