বন্দর প্রতিনিধিঃ
বন্দর উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- জিওধরা গ্রামের কবীর মিয়ার ছেলে আব্দুল আজিজ (৩) নুরুজ্জামান মিয়ার ছেলে আনাফ (৩)।
স্থানীয়রা জানান, বিকেলে আব্দুল আজিজ ও আনাফ খেলতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি পরও তাদের পাওয়া যায়নি। পরে সোয়া ৫টার দিকে পাশের একটি পুকুর পাড়ে জুতা দেখে নিচে নামলে এক শিশু ভাসতে থাকে অপর আরও শিশুকে খোঁজাখুজির পরে অপর জনকে পাওয়া যায়। সাথে সাথে তাদেরকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে
খবর পেয়ে তাদের আত্মীয়-স্বজন ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিহতদের বাড়ীতে যান এবং তাদের পরিবারকে শান্তনা দেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘এমন খবর শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।