গোপনে বাথরুমে ডিভাইস লাগিয়ে ভিডিও ধারণ, যুবকের ৫ বছরের কারাদণ্ড

আদালত
আদালত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজিব মিয়া (২৪) নামে এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাম্মী আখতার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সজিব মিয়া রূপগঞ্জের চারিতালুক গ্রামের ইমরান হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ফেব্রুয়ারীতে ভুক্তভোগির বাড়ির বাথরুমে গোপনে ডিভাইস লাগিয়ে ভিডিও চিত্র ধারণ করার ঘটনায় অভিযুক্ত হন সজিব। পর্ণগ্রাফী আইনে তার বিরুদ্ধে মামলা হয়।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছেন।