নিজস্ব প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোপন বৈঠক থেকে জামায়াতে ইসলামীর আমির সহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জের কাঞ্চন এলাকার দেওয়ান মসজিদের ভেতর থেকে তাদের আটক করা হয়েছে
আটককৃতরা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার আমির মমিনুল হক সহ রূপগঞ্জ উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী। বাকি নেতাকর্মীর নাম-পরিচায় পাওয়া যায়নি।
শনিবার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির, রূপগঞ্জ উপজেলার সভাপতি- সেক্রেটারী সহ বিভিন্ন পর্যায়ের জামায়াতে ইসলামী সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠক থেকে আটক করা হয়েছে। রূপগঞ্জের কাঞ্চনের দেওয়ান মসজিদে বসে তারা রাষ্ট্রবিরোধী ও নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজ বিকেলে তাদের আদালতে তোলা হবে।