আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী এম এ হালিম সিকদার বিজয়ী হয়েছেন।
বুধবার রাতে উপজেলার এস এম মাজহারুল হক অডিটরিয়ামে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ ।
বিজয়ী প্রার্থী এম এ হালিম সিকদার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৫১৪৫ ভোট । এ নিয়ে তিনি টানা ৩বার মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. তানভীর পেয়েছেন ২৯৯৩ভোট।
বুধবার ২১ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোপালদী পৌরসাভার ৯টি ওয়ার্ডে ১৫ টি কেন্দ্রে ৪টি অস্থায়ী কক্ষ সহ মোট ৯২ কক্ষে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩২৬০৭জন। পুরুষ ভোটার ১৬৬৫৭ মহিলা ভোটার ১৫৯৫০জন।