ঘরে ঘরে পূজার উপহার পৌঁছে দিচ্ছেন কাউন্সিলর খোরশেদ

বাংলার নারায়ণগঞ্জ ডটকম : 

শারদীয় দূর্গোৎসবের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী দুস্থ জনগণের ঘরে ঘরে নতুন শাড়ী লুঙ্গি পৌঁছে দিচ্ছেন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তার সংগঠন টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকবৃন্দ।

রবিবার (২২ অক্টোবর) গলাচিপা এলাকার কুড়িপাড়া লোকনাথ মন্দিরের দুর্গা মণ্ডপ ও জামতলা এলাকার ঘরে ঘরে উপহার দেয়া হয়।

এ বিষয়ে টিম খোরশেদ এর টিম লিডার ও কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা জনগণের সুখে দু:খে মানুষের পাশে থাকতে চাই। তাই আসন্ন ঈদেও আমরা যতটুকু সহযোগিতা করার চেষ্টা করি পূজাতেও ততটুকু করার চেষ্টা করি। আমাদের মধ্যে ধর্মীয় কোন বিভেদ নাই। আমরা মিলেমিশে পাশাপাশি বসবাস করি।

এবারের দূর্গা পূজা উপলক্ষে কুড়িপাড়ার হিন্দু সম্প্রদায়ের মানুষের খাবার পানির সংকট দূর করার জন্য জেলা পরিষদের সহযোগিতায় একটি গভীর নলকূপের বরাদ্দ পত্র মন্দির কমিটির কাছে তুলে দেন কাউন্সিলর খোরশেদ।

উল্লেখ্য যে,কাউন্সিলর খোরশেদ গত ২০ বছর যাবত দূর্গা পূজায় উপহার সামগ্রী বিতরণ করে আসছেন। এবারের সপ্তমীর দিনে রবিদাসপাড়া, নবমীতে আমলাপাড়া ও মাসদাইর এলাকায় উপহার বিতরণ করা হবে।