নারায়ণগঞ্জে মহানগর বিএনপি ও যুবদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ সহ ৮ জন আহত হয়েছেন। রবিবার (২৯ অক্টোবর) সকাল ৮ টার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল। তারা সকলে যুবদলের কর্মী বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহত অপর নেতাকর্মীদের নাম পরিচয় পাওয়া যাায়নি।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, কেন্দ্র ঘোষিত হরতাল পালনের লক্ষ্যে আমরা শাস্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এ সময় পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ও গুলি ছোড়ে। এতে আমাদের ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, মিছিল নিয়ে আমাদের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এলাকায় জড়ো হতে শুরু করলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল নামে তিনজন যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
নারায়ণগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, বিএনপির এক দেড়শ লোক প্রিকেটিং করার উদ্দেশ্যে এবং জানমালের ক্ষতি করার উদ্দেশ্যে এখানে এসে প্রস্তুতি নিচ্ছিল। তখন তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে আমাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। এ সময় আমরা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছে। বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছুড়েছি।