সম্প্রতি কোটা আন্দোলনে নিহতদের স্মরণে নারায়ণগঞ্জের চাষারা এলাকায় মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের মারধর করে ছত্রভঙ্গ করার অভিযোগ উঠেছে। এতে কর্মসূচি পণ্ড হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। পরে শহরের বালুরমাঠ এলাকায় বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে স্বল্প পরিসরে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোটা আন্দোলনে সারা দেশে নিহতদের স্মরণে মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচি পালন করতে বিকেল থেকেই শহীদ মিনারে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টার কিছুক্ষন আগে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এর এক পর্যায়ে পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে শিক্ষার্থীরা। এমন সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে বালুরমাঠ এলাকায় স্বল্প পরিসরে মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে।
এদিকে শিক্ষার্থীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন কর্মসূচি পালনকারী শিক্ষার্থীরা। তারা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে মারধর করেছে। লাঠিচার্জ করে শহীদ মিনার থেকে পুলিশ আমাদের বের করে দিয়েছে।
কর্মসূচি পালনকারী শিক্ষার্থীদের সঙ্গে সেখানে অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল। তিনি বলেন, শিক্ষার্থীরা তাদের নিহত ভাইদের শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হয়েছিলো। কর্মসূচিটি খুবই শান্তিপূর্ণ ছিলো। তবে, পুলিশ টিম এসে তাদের লাঠিচার্জ করে এখান থেকে বিতারিত করে দিয়েছে। আমরা তাদের কাছে বার বার আনুরোধ করেছি, যে শিক্ষার্থীরা কোন রকমের বিশৃঙ্খলা করবে না। কিন্তু তারা আমাদের কোন কথাই শুনেননি। তারা তাদের এই কর্মসূচিকে পণ্ড করেছে, তাদের ওপর লাঠি চার্জ করেছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, সন্ধ্যার সময়ে সেখানে কিছু লোক জড় হওয়ার চেষ্টা করে। পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। পরে বিস্তারিত জানানো হবে।