চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর কল্পনার মত করে এখনো কোন স্বপ্নের রাণী এসে ধরা দেয়নি তার জীবনে। ফলে এখনো ব্যাচেলর জীবন যাপন করছেন। আর সেই ব্যাচেলর জীবনকে খুব উপভোগ করছেন বলে তিনি জানিয়েছেন। তবে মনে মনে কল্পনায় তার জীবনের স্বপ্নের রাণীর এক বর্ণনা ফুটে উঠেছে তার বক্তব্যে । শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচনে অংশগ্রহণ করে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
স্বপ্নের রাণী প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেন, স্বপ্নের রাণী তো সব সময় কল্পনায় আকাঁনো থাকে। সে আমাকে বুঝবে, আমার কথা শুনবে, আমার সব পালগালো সহ্য করবে। সে আমাকে ভালাবাসবে। যে ভালোবাসাটা আমি আসলে সবার কাছ থেকে পাই। এ রকম কেউ হলেই কল্পনাতীত রাণী চলে আসবে।
বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, আমি বিয়ে করি নাই। সিঙ্গেল জীবন অনেক জোস। ঘুম থেকে উঠার সময়ে রিল্যাক্সে ওঠা যায়। আর রাতে আমার পাশে একজন শুয়ে আছে এটা ভাবতে পারিনা। সুতরাং সিঙ্গেল লাইফ খুব মজার। আর যদি বিয়ে করতে হয় বাবা-মায়ের প্যারায় বিয়ে করতে হবে।
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী বলেন, এখন পরিবারিক ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছি। আপাতত দুটি মুভির কাজ নিয়ে শুরু করবো। খুব শিঘ্রই এর ঘোষণা দিবো।
এক সময়ে ট্রেনে চড়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে চিত্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমার মনে আছে আমি যখন শুটিং করতাম, তখন নারায়ণগঞ্জের ট্রেনের ৬ টাকা টিকেট কেটে যাতায়াত করতাম। তখন ট্রেনে অনেক ভীড় ছিল। সে সময় আমার গাড়ি ছিলনা, আর বাবার গাড়ি থাকলেও তিনি কর্মস্থলে যাতায়াতের জন্য সেটা ব্যবহার করতেন। তখন যাতায়াত করতে বেশ কষ্ট হয়েছিল।