ছয় ঘণ্টার ব্যবধানে নারায়ণগঞ্জে আরও একটি বাসে আগুন

নারায়ণগঞ্জে ফতুল্লায় এবার আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হননি।

রবিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারি এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ভবনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা – নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী আল্লাহ ভরসা পরিবহনের একটি বাস সড়কের পাশে পার্কিং করা ছিল। রাতে হঠাৎ করে বাসের পেছন থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এক পর্যায়ে ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। তবে বাসের ভেতরে কোনো যাত্রী বা চালক – হেলপার না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসের সিটগুলো পুড়ে গেছে। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা বলেন, পার্কিং করা অবস্থায় আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে কে বা কারা আগুন দিয়েছে। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে অভিযান চলছে। বাসটি আগুনে পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে, রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিদ্ধিরগঞ্জে গোদনাইল ইউনিয়নের দুই নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে নাফ পরিবহনের একটি বাস আগুনে পুড়ে যায়। বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী ইপিজেড স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। তবে আগুনে বাসের ভেতরের সিটগুলো পুড়ে গেছে।