নারায়ণগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেন, আরেকটি পাতানো নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে এই অবৈধ সরকার ও নির্বাচন কমিশন। সেজন্য নানা কার্যকলাপ শুরু করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ আর কোন প্রহসন মেনে নেবে না। আর কোন ভোট ডাকাতির নির্বাচন বা বিনা ভোটের নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দেবে না। বিএনপির আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জনগণের বিজয় অতি সন্নিকটে। আমরা সফল হয়েই ঘরে ফিরবো।
তিনি আরও বলেন, আমরা একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিওে যাবোনা। যত অত্যাচার বাড়বে তত আন্দোলন জোরালো হবে।
বুধবার (১৫ নভেম্বর) সকালে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ৫ম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মিছিল বের করেছে মহিলা দল। এতে যোগ দিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে অংশ নিয়ে এসব কথা বলেন পারভীন আক্তার।
এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট রুনা, পিয়ারা মোস্তফা, পান্না ইয়াসমিন, জাকিয়া সুলতানা সহ প্রমুখ।