নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা মামলায় অনুকুল সরকার (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় সহদেব সরকার (২৮) নামে আরেক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা দু’জন সম্পর্কে ভাই।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময়ে আসামিরা অনুপস্থিত ছিলেন।
মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন-অনুকুল সরকার (৩৫) এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন-সহদেব সরকার (২৮)। তারা রূপগঞ্জ উপজেলার আধুরীয়া এলাকার জীবন সরকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ২০২০ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনায় এক যুবক নিহত হন। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন। সেই মামলায় একজন মৃত্যুদণ্ড ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আসামি দুজন পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১ এপ্রিল রূপগঞ্জের আধুরীয়া পোরাব এলাকায় হিন্দু পরিবারের জমি মাপঝোপ করার সময় আসামিরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ও মারধর করে। এতে অভিনাষ সরকার (৩৮) নামে এক যুবক ধরালো অস্ত্রের আঘাতে নিহত হয়। এ সময় তাদের মারধরে নিহতের ছেলে দুর্জয় সরকার ও ভাতিজা যীষ্ণু সরকার এবং প্রকাশ সরকার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। পরে এই ঘটনায় নিহতের বড় ভাই সুজন সরকার (৫৫) বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।