জামিনে এসে বাদীর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ

রূপগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে চোখ নষ্ট করে দেওয়ার মামলার আসামীরা জামিনে এসে মামলা তুলে নিতে ইউপি সদস্যসহ তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২২ জুলাই) উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে, গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালত থেকে অস্থায়ী জামিন পেয়ে তারা ঘটনা ঘটায়। শুধু তাই নয়, মামলার আসামীরা এলাকায় আধিপত্য বিস্তার করতে সাদ্দাম ও আরেকজন নিরীহ ব্যক্তির বাড়িতে হামলা ভাংচুর লুটপাট চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।

মামলার বাদী ইউপি সদস্য মঈন উদ্দিন আহমেদ মানিক বলেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি চেয়ারম্যান জাহেদ আলীর ভাতিজী জামাতা নাজমুল, ইব্রাহিম, শাহিন, শাকিল, সুলতান, মোমেন, করিমসহ ৫০/৬০ জন মিলে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে তারা আমার চোখ প্রায় নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় আমার ছোট ভাইয়ের স্ত্রী তাহমিনা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় নারায়ণগঞ্জ আদালত থেকে অস্থায়ী জামিনে এসে মামলা তুলে নিতে আমার পরিবার ও ছোট ভাইয়ের পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছে। শুধু তাই নয় আধিপত্য বিস্তার করতে তারা সাদ্দাম ও আরেকজন নিরীহ ব্যক্তির বাড়িতে হামলা ভাংচুর লুটপাট চালায়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নাজমুল ও তার বাহিনীর অত্যাচারে সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি কেউ শান্তিতে নেই। শুধুমাত্র ইউপি চেয়ারম্যান জাহেদ আলীর ভাতিজী জামাতা হওয়ায় এমন বেপরোয়া কার্যকলাপ করে পার পেয়ে যাচ্ছে। ইউপি চেয়ারম্যান জাহেদ আলীকে বলেও কোন সুরাহা পাওয়া যাচ্ছে না। কারণ নাজমুলের সকল অপকর্মের ভাগ তিনিও পান। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা ছাড়া আর কোন পথ নেই। শুধু তাই নয় তাদের নামে চাঁদাবাজিসহ ডজন খানেক মামলা থাকার পরও বীরদর্পে অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে আসছে তারা।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, এ ঘটনায় আহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। হুমকি দিয়ে থাকলে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।