প্রেস বিজ্ঞপ্তি :
আজ ২৩ জুলাই, ২০২৩ গণসংহতি আন্দোলন ফতুল্লা থানার যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন এবং যুগ্ম সদস্য সচিব শুভ দেব যৌথভাবে জাহিদ সুজন এর পিতা মোঃ আব্দুল মালেকের মৃত্যুতে শোকবার্তা দেন।
মোঃ আব্দুল মালেক দীর্ঘদিন কুয়েতে প্রবাসী জীবন অতিবাহিত করেন। তিনি বার্ধক্যজনীত বিভিন্ন রোগে ভুগছিলেন। সবশেষ (Recurrent ishchemic stroke with quadriplegia) এ আক্রান্ত হয়ে তার শরীরের ডানবাম দুই পাশ অবশ এবং কথা বলা বন্ধ হয়ে যায়। (২২ জুলাই) রাত আনুমানিক ৮ টায় ফতুল্লার গাবতলি টাগারপার অঞ্চলের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। আজ সকালে তার ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরের পাশে কুমিল্লার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
গণসংহতি আন্দোলন ফতুল্লা থানার আহ্বায়ক জাহিদ সুজনের পিতার মৃত্যুতে নেতৃবৃন্দ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সাথে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া চান তারা।