আগামী জুলাই থেকে স্মার্ট ভূমি ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বুধবার (১৫ মে) দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ডিজিটাল ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, আমরা স্মার্ট ভূমি ব্যবস্থাপনা চাই। জুলাই থেকে এই ব্যবস্থা চালু হচ্ছে। এর মাধ্যমে আমাদের উত্তরসূরীদের হাতে একটি স্মার্ট ভূমি ব্যবস্থপনা তুলে দেয়া্। এতে করে সকল পর্যায়ের কর্মকর্তাগণ যারা রয়েছেন তাদেরকে সৎ হতে হবে। কোথাও কোন ক্রটি হলে ছাড় দেয়া হবে না।
ভূমি ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই একটি ফ্রেশ ভূমি ব্যবস্থাপনা নিয়ে আসতে। আমরা চেষ্টা করছি। তবুও কিছুটা রয়ে যাবে। তবে এমন কেস অনেক কমে যাবে। পাশাপাশি আদালতে যারা যাবে তারাও চিন্তা করবে সমাধানের মাধ্যমে আমরাও এসে শামিল হই।
টাকা গিয়ে গোপনে কাজ না করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, জনসাধারণের অধিকার বঞ্চিত হলে সেটা আমরা দেখবো। তবে কেউ গোপনে টাকা দিয়ে এসব কাজ করাবেন না। অনেক জমির মালিক অনুপস্থিত। আমাদের দায়িত্ব সর্বোচ্চ প্রচারণা চালানো। তবে এটা মালিকের দায়িত্ব। যার জমি রক্ষা করার দায়িত্ব কিন্তু তার।
তিনি বলেন, আমরা এ প্রচারের জন্য পরিকল্পনা নিচ্ছি। টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা হবে। এরপরেও কেউ না জানলে এটা আমাদের দায়িত্ব থাকবে না। যদি ত্রুটির কথা বলেন, সব জায়গায়ই কিছুটা ত্রুটি রয়েছে। তবে কে কতটা এটাকে কলুষিত করবে তা নির্ভর করবে ভোক্তাদের আন্তরিকতার ওপর।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা জহুরুল হক প্রমুখ।