জেলা আওয়ামী লীগের উদ্যোগে নারায়ণগঞ্জ স্মৃতিসৌধে শ্রদ্ধা

বন্দর প্রতিনিধি :

নারায়ণগঞ্জ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা আওয়ামী লীগ। শনিবার (২২ জুলাই) বিকেলে উপজেলার সমরক্ষেত্রে স্মৃতিসৌধ উদ্বোধন শেষে নেতৃবৃন্দরা এই শ্রদ্ধা জানান।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, জেলা প্রশাসক মো মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সহ প্রমুখ।