জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

স্টাফ রিপোর্টার :

আগামী ৩১ জুলাই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের পৃথক পৃথক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

নিজাম উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও গোলাম কিবরিয়া খোকনকে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও জুয়েল হোসেনকে আহ্বায়ক ও সাইফুদ্দিন আহমেদ দুলালকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৯ জুলাই) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক মো. আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দকে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে সম্মেলন সফল করতে প্রয়োজনীয় উপ-কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হলো।