ফতুল্লা প্রতিনিধি :
ফতুল্লায় সদ্য ভূমিষ্ট এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে মাসদাইর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শিশুটির লাশটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সজিব জানান, সংবাদ পেয়ে বিকেল সাড়ে পাচটার দিকে ফতুল্লার মাসদাইরস্থ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের ডাস্টবিনের ভিতর থেকে কাপড়ে মোড়ানো শিশুটির লাশটি উদ্ধার করা হয়। মৃত দেহটি একটি পুরুষ শিশুর।
ধারনা করা হচ্ছে, একদিন বয়সী শিশুটিকে কে বা কারা ডাস্টবিনে ফেলে রেখে গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে দেখা হচ্ছে। শিশুর লাশ উদ্ধারের ঘটনার বিষয়টি আইনি পক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।