তাঁত শ্রমিক হত্যায় কারখানা মালিকসহ গ্রেপ্তার ২

সোনারগাঁয়ে ১৬ বছর বয়সী তাঁত শ্রমিক মিরাজ হত্যাকান্ডে কারখানার মালিক মো. লোকমান (৪৫) ও তার সহযোগী মো. লিটনকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার (২২ মে) সোনারগাঁয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মো. হাম্মাদ হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তাঁত শ্রমিক মিরাজ সোনারগাঁ থানাধীন বরগাঁও এলাকার গ্রেপ্তার আসামি লোকমান হোসেনের বাড়িতে থেকে তাঁতের শাড়ি বানানোর কাজ করতো। গত ১৫ মে মিরাজ রাতের খাবার খাওয়া শেষে ঘুমানোর জন্য তার রুমের উদ্দেশ্যে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু বিষয়টি তাঁতের মালিক লোকমান হোসেন ভিকটিম মিরাজের পরিবারের কাউকে জানায়নি।

পরবর্তীতে গত ১৭ মে তাঁতের মালিক লোকমান হোসেন ভিকটিমের বাবাকে মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, তার ছেলের লাশ বরগাঁও করিমের বাড়ির পাশে ডোবার পানির মধ্যে পাওয়া গেছে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে ভিকটিমের লাশ উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে প্রেরণ করেন।

এ ঘটনায় নিহতের বাবা মো. মাঈন উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।