নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝুটের গুদামের লাগা আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, রাত পৌনে ১০টার দিকে সিটি কর্পোরশনের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা মদিনাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া ঝুটের গুদামটি ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ও তার ছোট ভাই রবিন মোল্লার যৌথ ব্যবসা। এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, গুদামে কোনো বিদ্যুৎ সংযোগ ছিলনা। তাই শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাও নেই। আমার ধারণা, নাশকতাকারীরা গুদামে আগুন দিয়েছে। এই আগুনে গুদামের প্রায় দেড় কোটি টাকার ঝুট পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়।পরবর্তীতে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। রাত এক টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা সম্ভব হবে।