তিন মামলার আসামিকে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার অভিযোগ !

গাজীপুরে তিন মামলায় এজাহারভুক্ত আসামি মো. জুয়েল আহাম্মদ (৪৫) কে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি গাজীপুর জেলার কাপাসিয়া থানায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া মো. জুয়েল আহাম্মদের বিরুদ্ধে হওয়া তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। তিনি গাজিপুরের কাপাসিয়া থানার রাউৎকোনা এলাকার সৈয়দ আশরাফুল আলমের ছেলে। 

থানা ও পুলিশ সূত্রে জানা গেছে, জুয়েল আহাম্মদের বিরুদ্ধে ২০১৫ সালের ২৯ এপ্রিল শেরপুর সদর থানায় মামলা হয়েছে। যার এফআইআর নং ৫২। ২০২১ সালের ৪ নভেম্বর গাজীপুর জেলার কাপাসিয়া থানায় তার বিরুদ্ধে জিডি হয়েছে, যার নং ২১২/২০২১। পরে সেই অভিযোগে ওই বছরের ২৩ নভেম্বর তার নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়। এছাড়া ২০২২ সালের ৩ আগস্ট গাজীপুরের কাপাসিয়া থানায় তার বিরুদ্ধে জিডি হয়, যার নং ১০৫। পরে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হলে, ওই বছরের ২৭ আগস্ট আসামির নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। যার মামলা নং-৪০১/২২। তবে মামলার নথিতে জুয়েল আহাম্মেদ উল্লেখ থাকলেও তার জাতীয় পরিচয় পত্রের কার্ডে জুয়েল আহাম্মদ নাম লেখা রয়েছে। 

তবে এই অপরাধীর বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও গত ১০ অক্টোবর জুয়েল আহাম্মদকে পুলিশ ক্লিয়ারেন্সের কাগজ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানাতে চাইলে গাজীপুরের কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, ‘কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকলে পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার কথা না। তবে মামলা খালাস হয়ে থাকলে সেক্ষেত্রে দেওয়া যাবে। তবে এমন কোন ঘটনা ঘটে থাকলে তা যাচাই-বাছাই করে দেখা হবে।