তৈমুরের মনোনয়ন পত্র সংগ্রহ, আরেকটি আসনে সম্ভাবনা রয়েছে

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। মঙ্গলবার (২১ নভেম্বর) তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

বিষয়টি নিশ্চিত করে তৈমুর আলম খন্দকার বলেন, আমি রূপগঞ্জ আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। আরও একটি আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত এ বিষয়ে কিছু বলবো না। দলীয় সিদ্ধান্ত হলে তা আপনারা দেখতে পারবেন। 

প্রসঙ্গত, এই আসনে নৌকার প্রার্থী হতে চার আওয়ামী লীগ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খান মোহাম্মদ শামীম আজিজ।