নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় বের হয়ে মুখোমুখি অবস্থানে দেখা হয়েছে নৌকা প্রতীকের বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকারের। এ সময় তারা একে অপরের সাথে কথা বলেছেন ও কুশল বিনিময় করেছেন। তবে নির্বাচনে শুরু করে তারা দুজনে পাল্টাপাল্টি অভিযোগ ও বাকযুদ্ধে লিপ্ত হয়।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলার রুপসী বাগবাড়ি এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে তাদের দুজনের দেখা হয়।
এ সময় গাড়িতে করে নির্বাচনী প্রচারণা করে অন্যত্র যাওয়ার সময়ে পথিমধ্যে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের গণসংযোগের একটি মিছিল মন্ত্রীর গাড়ির সামনে এসে পড়ে। এ সময় তৈমুর আলম খন্দকার মন্ত্রী গাজীকে দেখে এগিয়ে গিয়ে কথা বলেন। মন্ত্রী গাজীও তার সাথে কথা বলেছেন ও কুশল বিনিময় করেছেন।
তৃণমূল বিএনপি নেতাকর্মী সূত্র বলছে, নির্বাচনী প্রচারণার সময়ে মন্ত্রী গাজীর সাথে দেখা হলে তৈমুর আলম খন্দকার মন্ত্রী গাজী সালাম দিয়ে কুশল বিনিময় করেন। এ সময় মন্ত্রী গাজীও তার সালামের জবাব দিয়েছেন এবং কুশল বিনিময় করেছেন। এ সময় একে অপরের কাছে ভোট চেয়েছেন।
এদিকে নির্বাচন নিয়ে শুরু থেকে মন্ত্রী গাজীকে উদ্দেশ্য করে নানা বক্তব্য দিয়ে আসছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। তবে মন্ত্রী গাজী তৈমুর আলম খন্দকারকে সরাসরি আক্রমণ করে এখন পর্যন্ত তেমন কোন অভিযোগ করেন নি। তবে তৈমুর আলম খন্দকারের কর্মী নেই বলেও বক্তব্য দিয়েছেন তিনি। এছাড়া ভূমিদস্যুরা একটা ব্যক্তিকে পুতুল এমপি বানিয়ে রূপগঞ্জ গ্রাস করবে বলেও মন্তব্য করেন এই মন্ত্রী। তবে নির্বাচনে ভোটের দিন যত ঘনিয়ে আসতে তাদের মধ্যেকার সেই বাকযুদ্ধ কমে আসছে।
রূপসী এলাকায় গণসংযোগকালে তৈমুর আলম খন্দকার বলেন, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে। আগে যেমন ভয় ছিল, চোখ রাঙানি ছিল ও এমপিদের লিস্ট অনুযায়ী গ্রেফতার করা হতো এখন সেটা নেই। দেশে শাসন আছে সুশাসন নেই। শাসন সরকারি দলের জন্য একরকম বিরোধী দলের জন্য আরেক রকম।
একই দিন বিকেলে রুপসী এলাকায় প্রচারণায় চালায় পাটমন্ত্রী ও নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেছেন, তৃণমূল বিএনপি একটি রাজনৈতিক দল। সে দলের মহাসচিব (তৈমূর আলম খন্দকার) আমাদের এখানে প্রার্থী হয়েছেন। এটা আমাদের জন্য সম্মান বয়ে আনবে। আমরা চাই তিনি ভালোভাবে নির্বাচন করুক। এখানে প্রতিনিধিত্বমূলক নির্বাচন হচ্ছে আমরা এটাকে স্বাগত জানাই।