সোনারগাঁ প্রতিনিধি;
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম বলেছেন, ‘আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশ যখন মাথায় উঁচু করে দাঁড়াতে শুরু করেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ওই মার্কিন সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে মানবতার দোহাই দিয়ে, তারা নানান প্রেসক্রিপশন পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। কাজেই বন্ধুরা ঐক্যবদ্ধ থেকে চোখ কান খোলা রাখতে হবে।’
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে সোনারগাঁ আওয়ামী মটর-চালক লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মোগরাপাড়া চৌরাস্তায় বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকীর দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি ওসব কথা বলেন।
আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান কালাম বলেন, ‘দেলোয়ার হোসেন সাঈদী হাসপাতালে মারা গিয়েছেন, স্বাভাবিকভাবে মারা গিয়েছেন। তারা জানার পরেও তারা আল্লাহ মানে রসুল মানে, তাহলে স্বাভাবিক মৃত্যু কেন মানতে পারে না। দেলোয়ার হোসেন সাঈদীর যেখানে স্বাভাবিক মৃত্যু হলো, এই দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু কে নিয়ে তারা আজ রাজনীতি করে। দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু কে নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তারা জ্বালাও পোড়াও করতে চায়। আজকে ঐক্যবদ্ধ আপনারা থাকেন। ‘
তিনি আরোও বলেন, ‘আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, বাংলার মাটিতে আর কোনদিন জ্বালাও পোড়াও রাজনীতি হবে না। এই বাংলার মাটিতে যতদিন শেখ হাসিনা বেঁচে আছে, এই বাংলার মাটিতে জ্বালাও পোড়াও করে ধ্বংসযজ্ঞ চালাতে পারবেনা, ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকেন। জননেত্রী শেখ হাসিনা আবারো টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবে আগামী নির্বাচনে। শুধুমাত্র আপনারা চোখ কান খোলা রেখে ঐক্যবদ্ধ থাকবেন। ‘
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় সভাপতি হাজী আলী হোসেন, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজেই একরামুল হোসেন লালন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মটর চালক লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সনমান্দী ইউপি’র ক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, উপজেলা যুবলীগের সহ- সভাপতি মাসুম চৌধুরী।