দেশের মানুষের জীবন শেষ প্রায় : মহিলা দল নেত্রী পারভীন

বিএনপি চেয়ারপারসর বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। বুধবার (২৭শে মার্চ) সন্ধ্যায় আড়াইহাজার উপজেলার সদর আশিক সুপার মার্কেটে এই আয়োজন করা হয়। 

মহিলা দল নেত্রী পারভীন আক্তার বলেন, রমজান মাসেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রয়েছ। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও সিন্ডিকেটের সাথে এই সরকার সরাসরি জড়িত রয়েছে। পুলিশ প্রশাসনে দলীয়করণ, বিরোধী দলীয় নেতাকর্মীদের দমন পীড়ন বেড়েই চলছে। আদালতে বিচার প্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। আইন শৃঙ্খলার অবনতি সহ স্বাস্থ্য খাতে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। এতে দেশের মানুষের জীবন শেষ প্রায়। 

তিনি আরও বলেন, ভূমি অফিস গুলোতে দুর্নীতি ও জনভোগান্তি চরমে। সেই সাথে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। একের পর এক অবৈধ সরকারের অব্যবস্থাপনার কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। অগণিত মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। সরকার নামে মাত্র তদন্ত কমিটি গঠন করছে, অথচ জনসম্মূখে এখন পর্যন্ত অগ্নিকান্ডের তদন্ত রিপোর্ট প্রকাশ করে নাই। সাংবিধানিক স্বীকৃতি থাকা সত্ত্বেও এই আওয়ামীলীগ সরকার দেশের মানুষকে গোলাম বানিয়ে রেখেছে। তারা ক্ষমতায় থাকার কারনে বার বার দেশের মানুষ ভারতের আগ্রাসনের শিকার হচ্ছেন। কারণ এই সরকার ভারতের তাবেদারী করে। তবে খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্দোলনের মাধ্যমে জনগণের সকল অধিকার প্রতিষ্ঠিত করবো। 

আড়াইহাজার উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শিরিন সুলতানা মেম্বারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুব উন্নয়ন সম্পাদক সালাউদ্দিন মোল্লা,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব শহিদুল্লাহ চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আজাদ বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব আওলাদ হোসেন আলো, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলজার হোসেন আলাবক্স, গোপালদী পৌর বিএনপি নেতা আলামিন, নারায়ণগঞ্জজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, আড়াইহাজার পৌরসভার মহিলা দলের সাধারণ সম্পাদক মাছুমা আক্তার, নারায়ণগঞ্জ ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, আড়াইহাজার পৌরসভা জাসাস সভাপতি খোরশেদ আলম, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, আড়াইহাজার উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সিকদার আলী, আড়াইহাজার পৌর জিয়া মঞ্চের আহবায়ক আরাফাত সিদ্দিক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।