নারায়ণগঞ্জ- ৩ ও ৫ আসনে আ’লীগের মনোনয়ন ফরম কিনলেন ৬ জন। শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
নারায়ণগঞ্জ-৫ আসনে (শহর-বন্দর) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দুই জন। তারা হলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু।
নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁও) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন চার জন। তারা হলেন- সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ বাবুল ওমর বাবু, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এরফান হোসেন দীপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য দীপক কুমার বণিক।
প্রসঙ্গত: মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এবং ৭ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।