নারায়ণগঞ্জে অনেক রক্ত দিয়েছি, প্রয়োজনে আরও রক্ত দিব : সাখাওয়াত

শহর প্রতিনিধি :

ক্ষমতাসীন দলকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, অবিলম্বে এক দফা মেনে নিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিন। আজকের এই সভা থেকে বলতে চাই, যদি আপনি না নামেন আমরা রক্ত দিতে শিখেছি। নারায়ণগঞ্জে অনেক রক্ত দিয়েছি। গতকাল লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সজীব রক্ত দিয়েছে। প্রয়োজনে আরও রক্ত দিব, তারপরও এই সরকারকে গণতন্ত্রের পক্ষে আনতে বাধ্য করবো।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে নগরীর খানপুর হাসপাতাল রোড এলাকায় কেন্দ্র ঘোষিত শোক র‌্যালিতে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা চাই জনগণের ভোটের অধিকার। এই ভোটের অধিকার সরকারের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে না। এই সরকার আজকে দেশকে আবারো তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। কোন ছলচাতুরি করে ক্ষমতায় থাকা যাবে না। জনগণের অধিকার দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশের জনগণ যখন যেটা চেয়েছে তারা সেটা আদায় করে নিয়েছে।

তিনি বলেন, আপনারা দেখেছেন ঢাকাতে যে নির্বাচন হয়েছে সে নির্বাচনে ১১% মানুষ ভোট কেন্দ্রে ভোট দিয়েছে। তার মধ্যে মাত্র ৯% মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। তার মধ্যে এই বোঝা যে ১০০% এর মধ্যে মাত্র ৯% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। আর ৯১% মানুষ এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।

জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সহ ৩৯টি দল যে ঐক্যবদ্ধ হয়েছে। এটা কিন্তু দলের ঐক্যবদ্ধতা নয় এটা দেশের মানুষের ঐক্যবদ্ধতা। এই ঐক্যবদ্ধতা মাধ্যমে বিপ্লব ঘটবে সেই বিপ্লব জনগণের বিপ্লব সে বিপ্লবকে দাবিয়ে রাখা যাবে না।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘ এই সরকার বিএনপিসহ এদেশের মানুষের রক্ত নেওয়া শুরু করেছে। আমার ভাই লক্ষ্মীপুরের সজীব হোসেনকে পাখির মতন গুলি করে হত্যা করেছে। গতকাল আমাদের একটি শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ছিল। এই সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলীগ, যুবলীগের গুন্ডাবাহিনীরা তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাঁধা দিয়েছে। তারা বাঁধা দিয়ে ক্ষ্যান্ত হয়নি। সজীবের রক্তে রাজপথ লাল করেছে। দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের হত্যার চেষ্টা করা হয়েছিল।

সজীব হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, অবিলম্বে এই সরকারকে সজীব হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। এই সভা থেকে আমরা একটা দাবি জানাচ্ছি অবিলম্বে এক দফা মেনে নিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানাচ্ছি। এই দাবি আপনাকে মানতে বাধ্য করা হবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় শোক র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী নুরুদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য সদস্য এড. রফিক আহমেদ, সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *