নারায়ণগঞ্জে একদিনে চার মামলায় রিজভী সহ আসামি ১৮৯

বিএনপির ডাকা অবরোধে নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জে একদিনে চারটি মামলা হয়েছে। এই মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপি-জামায়াতের ১৮৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) নাশকতার অভিযোগে ফতুল্লা, বন্দর, রূপগঞ্জ ও আড়াইহাজার থানায় এসব মামলা করা হয়। 

সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, বন্দর থানায় ২৯ জন, ফতুল্লা মডেল থানায় ৩৪ জন, রূপগঞ্জ থানায় ৬৬ জন এবং আড়াইহাজার থানায় ৬০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ৬৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের সবাই বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে মামলাগুলোতে অজ্ঞাত আসামির সংখ্যার স্থলে ‘আরও অনেকে’ লেখা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে (মঙ্গলবার) জেলার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর, সরকারি কাজে বাধা ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাগুলো করেছে। এই মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে প্রধান আসামি করে দুটি থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া মামলাগুলোতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খানকে আসামি করা হয়েছে।

মামলায় অজ্ঞাতর স্থলে আরও অনেকে লেখা প্রসঙ্গে জানতে চাইলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) আহসান উল্লাহ বলেন, বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীকে আসামি করে ৬০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অজ্ঞাত এর স্থলে আরও অনেকে লেখা হয়েছে। কারণ একটা মিছিলে ঠিক কতজন উপস্থিত থাকে তা নিশ্চিত করে বলা সম্ভব নয় তাই লিমিট নির্ধারণ করা হচ্ছে না। 

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীকে আসামি করে ৩৪ জনকে আসামি করা হয়েছে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ৬৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এই মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। 

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্ধির বলেন, ২৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। 

এছাড়া মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। সেই প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, গতকাল রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ৬৮ জন আসমি করে মামলা করা হয়েছে। এর মধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মামলা বলেন, বিএনপির অবরোধে নাশকতার অভিযোগে ফতুল্লা, বন্দর, রূপগঞ্জ, আড়াইহাজার থানায় আজ মামলা হয়েছে। এর মধ্যে ফতুল্লা ও আড়াইহাজার থানায় বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীকে মামলার আসামি করা হয়েছে। 

প্রসঙ্গত, বিএনপির ডাকা অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলার অগ্নিসংযোগ, বাস ভাঙচুর সহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া আড়াইহাজার উপজেলায় বিএনপি দলীয় নেতাকর্মীরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করতে আসলে বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশকে কুপিয়ে জখম সহ মোট তিন জন পুলিশ আহত হয়। এছাড়া সংঘর্ষে আওয়ামী লীগ ও বিএনপি অন্তত ২০ জন আহত হন। এছাড়া ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, একইভাবে ফতুল্লা ও রূপগঞ্জ উপজেলায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে অবরোধ করা হয়।