স্টাফ রিপোর্টার :
বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনকালে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১৯ আগস্ট) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেল থেকে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরে অবস্থান নেয় নেতাকর্মীরা। জেলা বিএনপির সেক্রেটারি গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নানের অনুসারী, আড়াইহাজারের মাহমুদুর রহমান সুমন, সিদ্ধিরগঞ্জ বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে কাঁচপুরে জড়ো হতে থাকে। তবে আগে থেকে মোতায়েন করা পুলিশ নেতাকর্মীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। এ নিয়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এর এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়। পরে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ টিয়ার সেল ও ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত পুলিশ সহ ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, কেন্দ্রীয় ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য আমরা অবস্থান করছিলাম। এ সময় পুলিশ এসে আমাদের নেতাকর্মীদের ওপরে হামলা করেছে ও গুলি ছুড়েছে। এতে আমাদের একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন। আহত নেতাকর্মীদের তালিকা করার কাজ সম্পন্ন হলে নির্দিষ্ট করে বলতে পারবো। তবে আনুমানিক প্রায় ৩০ জনের মত নেতাকর্মী আহত হয়েছেন।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, ‘বিএনপি অনুমতি না নিয়ে পদযাত্রা কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দিতে চাইলে তারা উল্টো পুলিশের ওপরে চড়াও হয় এবং ইটপাটকেল ছুড়ে। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে। তবে সেই সংখ্যা এখন নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছেনা। পরে পুলিশ জানমাল রক্ষার্থে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।