নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আটক

তৃতীয় দফায় বিএনপির অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জে মিছিল বের করার চেষ্টাকালে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।   

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল নয়টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে মিছিল বের করার জন্য মহানগর বিএনপির সদস্য সচিব আবু ইউসুফ খান টিপুসহ নেতা-কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করে। এসময় সদর মডেল থানা পুলিশের একটি দল সেখানে থেকে তাকে আটক করে নিয়ে যায়। আর তার সাথে থাকা অন্য নেতা-কর্মীরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে আটক করা হয়েছে। নাশকতার একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে। এছাড়া আজকে সকালে মিছিল বের করে নাশকতা করার সময় তাকে আটক করা হয়। তিনি ছাড়া আর কোন নেতাকর্মী আটক বা গ্রেফতার নেই। 

এর আগে, হরতাল ও টানা অবরোধ কর্মসূচির প্রথম থেকে টিপুর নেতৃত্বে মিছিল ও ঝটিকা মিছিল বের করতে দেখা গেছে।