রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের তিন বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে ৫১ তম বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২০২৬ মেয়াদের এই কমিটি ঘোষণা করেন নির্বাচন কমশিনার সোহেল আক্তার সোহান।
পদাধিকার বলে কার্যনিবার্হী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারুক ফারুক বিন ইউসুফ পাপ্পু, সেক্রেটারী মো. হাসান ফেরদৌস জুয়েল, নির্বাহী সদস্য যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, খন্দকার সাইফুল ইসলাম, দিলীপ কুমার মন্ডল, মো. আবু নাইম, ও মোস্তফা কামাল। নির্বাচনে কোন পদের বিপক্ষে অন্য কোন প্রার্থী না থাকায় এবং উল্লেখিত প্রার্থীদের প্রার্থীতা বৈধ হওয়ায় তাদেরকে ২০২৪-২০২৬ মেয়াদে ০৩ (তিন) বছরের জন্য নির্বাচিত ঘোষনা করা হয়। অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন আরিফ আলম দীপু ও অ্যাডভোকেট মুহাম্মদ মহসীন মিয়া।
এর আগে চন্দন শীলের সভাপতিত্বে ৫১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২২ সনের বার্ষিক সাধারণ সভার কার্য বিবরনী অনুমোদন, ২০২৩ সনের ইউনিটের বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন, ২০২২ সনের অডিট রির্পোট পাশ, ২০২৪ সনের ইউনিটের বার্ষিক বাজেট অনুমোদন। সভায় আজীবন ও বার্ষিক সদস্যদের উপস্থিতিতে উক্ত কার্যক্রমের প্রস্তাব ও অনুমোদন নেয়া হয়। এছাড়া সদস্যরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিট সেক্রেটারি জনাব মো. আবদুর রহমান লিটন, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী (সাবেক এম.পি), বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদির, মো. ফারুক হোসেন, ইউনিট অফিসার, আজীবন সদস্য, বার্ষিক সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, যুব সদস্যবৃন্দ।
সভায় চন্দন শীল রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের কার্যক্রম আরো গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করে বলেন, আর্ত মানবতার সেবায় আমাদের আরো উদ্বুদ্ধ হতে হবে। নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টকে ডিজিটালাইজড করা হবে জানিয়ে চন্দন শীল বলেন, নারায়ণগঞ্জ একটি সমৃদ্ধ জেলা সেই জেলায় আমাদের ইউনিটের কার্যক্রমের পরিধি আরো বাড়ানো হবে।