কারফিউয়ের মধ্যে নারায়ণগঞ্জ থেকে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চলছে। বুধবার (২৪ জুলাই) দিনব্যাপী জেলার বিভিন্ন সড়কে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরে গণপরিবহন বাস থেকে শুরু করে সব ধরনের যান চলাচল করছে। তবে প্রাইভেট গাড়ির সংখ্যা তুলনামূলক কম ছিল। এছাড়া মার্কেট সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা দেখা গেছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে গত কয়েকদিনের তুলনায় যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে।